বুধবার ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯২ কোটি ৭০ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩২৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২১ পয়েন্টে।
বুধবার সিএসইতে ১৬৯টি প্রতিষ্ঠানের ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৫টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/০২আগস্ট/এজে)

মন্তব্য করুন