খাদ্য গুদামে চাল নিয়ে প্রতারণার প্রমাণ মিলেছে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ২১:০৩
অ- অ+

ঝালকাঠির নলছিটি খাদ্য গুদামে ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন সংগ্রহ করা বোরো চাল দেখিয়ে ২নং গুদামের ৪টি খামারে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লাখ ৪০ হাজার টাকার আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল থেকে বিকালে পর্যন্ত ২য় দিনের মতো গুদামে অভিযান চালিয়ে প্রমাণ পায় দুদক। এর আগে বুধবার অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে চূড়ান্ত তদন্তের জন্য গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা, নলছিটি সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমানের উপস্থিতিতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম অভিযোগের সত্যতা স্বীকার করেন।

দুদকের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন,আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
চাঁদপুর শহরে দিনে সিএনজি অটোরিকশা প্রবেশ নিষেধ
তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
সোনারগাঁও থেকে অপহৃত মাদ্রাসাছাত্র টাঙ্গাইল থেকে উদ্ধার, অপহরণকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা