‘চুরি হওয়া সাড়ে সাত হাজারের বেশি মোবাইল ফোন উদ্ধার করেছি’

আমার চাকরি জীবনের ১৮ বছর পূর্ণ হলো আজ। ১৯ বছরের যাত্রা শুরু করব। ২০০৫ সালের এই তারিখে যোগদানের মধ্যদিয়ে শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়।
কর্মজীবনে আর আর এফ চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ঢাকা, RAB রাজশাহী জেলার পর বর্তমানে গুলশান বিভাগের বনানী থানায় কর্মরত আছি। সুখে-দুঃখে, বিপদে-আপদে, হাঁসি-কান্নায় লম্বা এ সময় চলে গেছে এবং চলছে জীবন চলার পথ পরম করুণাময়ের অশেষ মেহেরবানিতে, শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় যেন মানুষের সেবামূলক কাজ করে যেতে পারি।
ইতিমধ্যেই হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া ৭৫০০ হাজারের অধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছি ও মানবিক কাজ করে ২৭ বার মাননীয় পুলিশ কমিশনার স্যারের পুরস্কারে ভূষিত হই। এছাড়া গত ২০১৯ সালে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর দ্বিতীয় পুরস্কার আইজিপি ব্যাচ পদক পাই।
সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবেসে কেউ নাম দিয়েছেন মোবাইল যাদুকর, কেউ বলেন মোবাইল কাদের, আবার কেউ বলেন মানবিক পুলিশ অফিসার। আমি এই ভালোবাসাকে হৃদয়ে ধারণ করি।
আজ আমি এই পবিত্র পেশার কারণে যে সুনাম অর্জন করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি এর চাইতে আর বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। আমার মতো একজন সাধারণ মানুষকে নিয়ে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বারবার নিউজ প্রকাশ করেছেন এবং সোশাল মিডিয়া তে হাজারো মানুষ আমার প্রতি ভালোবাসার নিদর্শন তৈরি করেছেন। এটা আমার জন্য জীবনে অনেক বড় পাওয়া। বাকি চাকরি জীবন যেন সুস্থ থেকে জনগণের কল্যাণে সব সময় কাজ করতে পারি এই প্রত্যাশায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
হে আল্লাহ যে সকল ব্যাচমেট আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তাদেরকে আপনি বেহেশতের উচ্চ মাকাম দান করুন, পরিশেষে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন।
লেখক: পুলিশ কর্মকর্তা, বনানী থানা।

মন্তব্য করুন