মাদারীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৩, ২১:৪৭
অ- অ+

শরীয়তপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দুপু‌রে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো. মুহতাসিম রসুল।

আটককৃত আসামিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে ইসলাম ফকির (২২) ও মৃত ছামাদ মন্ডলের ছেলে রাকিব মন্ডল (২২)।

র‍্যাব-৮ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৩০ জুন ১৬ বছরের এক কিশোরীকে শরীয়তপুর বাসস্ট্যান্ড হতে অপহরণ করা হয়। পরে অপহরণকৃত কিশোরীকে আসামিরা গণধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মানুষের উপস্থিতি টের পেয়ে আসামিরা ওই স্থান হতে পালিয়ে যায়। পরে দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিক ও যানবাহন শ্রমিকের ছদ্মবেশে নিজেদেরকে আত্মগোপনে রাখে। বিষয়টি র‌্যাবের নজরে আসলে তথ্য-প্রযুক্তি ও সামাজিক গোয়েন্দা বৃত্তির অবলম্বনে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-৭ চাঁদগাও ক্যাম্পের যৌথ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এ ব‌্যাপা‌রে মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো. মুহতাসিম রসুল জানায়, র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা