স্মরণ: কবিরত্ন এম এ হক

কুদরত-ই-গুল
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৩, ০৯:১৩| আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৯:২১
অ- অ+

আমরা জানি প্রত্যেকটা বস্তুর মধ্যে ছায়া আছে। তা বোঝা যায় আলোর কাছে বস্তুটির উপস্থিতিতে। তেমনি কিছু মানুষের মধ্যে বিশেষ শিক্ষা, পাণ্ডিত্য, দার্শনিকতা আর প্রজ্ঞা জন্ম নিলে সে মানুষের ভিতর থেকেও জন্ম নেয় আশ্রয়-প্রশ্রয়ের ছায়া। যেমন প্রচন্ড খরতাপে আমরা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে শীতল হই, তেমনি কিছু কিছু মানুষের ছায়াতলে দুর্যোগ-দুর্বিপাকে আমরা আশ্রয় গ্রহণ করে থাকি। যা মানুষকে করে চিন্তার জড়তা থেকে অবমুক্ত। চিন্তার বিশাল পলিতে নিজেকে করে তোলে সবুজ-শ্যামল। এভাবে প্রতিটা সমাজে কিছু মানুষ ছায়া দিয়ে সমাজকে বাঁচিয়ে রাখেন অক্সিজেনের মতো। তেমনি একজন বটবৃক্ষের মতো ছিলেন কবিরত্ন এম এ হক। যিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ১ লা জানুয়ারি, বর্তমান ফরিদপুর জেলার অন্তর্গত ব্যাংকেরচর নামক গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। আর সাধনা করেছেন সাহিত্যের। বিশেষ করে কবিতা তাঁর জীবনের আরাধ্য। তিনি ছিলেন আপাদমস্তক একজন কবি, পণ্ডিত এবং বক্তা। তিনি তাঁর সাহিত্য , পাণ্ডিত্য আর দামর্শনিকতায় এলাকার চিন্তানুরাগী মানুষদের বিমোহিত করে রাখতেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসত তাঁর সান্নিধ্যের ছায়াতলে। তাঁর পান্ডিত্যের প্রবলতা ছিল ব্যাপক যে, তিনি একাধারে ইসলামি ধর্মসভায় যেমন বক্তব্য দিয়েছেন, তেমনি হিন্দু ধর্মসভায়ও দিয়েছেন বক্তব্য। এটা সত্যিকার অর্থে ব্যতিক্রমহীনভাবে বিরল দৃষ্টান্তই বটে। এর ভিতর দিয়ে তিনি এক অসাম্প্রদায়িক জীবনের বাণী সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তিনি নিজ উদ্যোগে সমাজে সাহিত্যেচর্চা ত্বরান্বিত করার জন্য 'মধুস্মরণে' নামে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। এছাড়া তৈরি করেছিলেন 'শুকতারা সাহিত্য গোষ্ঠী' নামে একটি সংগঠন। যা এলাকায় একটি সাহিত্যিক ভাবধারার সমাজ তৈরিতে সহায়ক হয়েছিল। তিনি তার সাহিত্য সাধনার ভাবধারা ছড়িয়ে দিতে পেরেছিলেন গ্রামে গ্রামে। যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। তিনি তাঁর সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ পেয়েছিলেন 'যশোর সাহিত্য সংঘ' থেকে 'কবিরত্ন উপাধি। কবির এই প্রয়াণ দিবসে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।

কুদরত-ই-গুল, প্রভাষক, ইতিহাস বিভাগ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা