সিরাজগঞ্জে শোকের মাসে ওসিকে অতিথি করে রাতভর ‘অশ্লীল নাচ-গান’!

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৩, ২১:১৬
অ- অ+

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গোলচত্বর এলাকায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে বিশেষ অতিথি করে শোকের মাসে অশ্লীল নাচ-গান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হাটিকুমরুল গোলচত্বরের মাইক্রো রেন্ট-এ মালিক সমিতির বিরুদ্ধে। তবে নাচগানের সময় ওসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

শনিবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। নাচ-গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগসহ সকল মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে মাইক্রো রেন্ট-এ কার মালিক সমিতির পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মাইক্রো রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলমকে (আলম রেজা) প্রধান অতিথি ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে বিশেষ অতিথি করা হয়। তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানা যায়।।

উপস্থিত দর্শকরা বলেন, রাত ১০টায় থেকে এখানে অশ্লীল গান বাজনা চলতে থাকে। শোকের মাসে রাতভর অশ্লীল গান বাজনায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান , আমি একটু ব্যস্ত আছি আপনাকে পরে ফোন দেব।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এই শোকের মাসে এই ধরনের অনুষ্ঠান কখনও কাম্য নয়। এই ধরনের ঘটনা সম্পর্কে কিছু বলার ভাষা আমার কাছে নেই। তিনি বলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এই বিষয়ে আমি কিছু জানি না এবং আমার কাছে কোনো ধরনের পারমিশন বা অবহিত করেনি। এটা একটা গর্হিত কাজ। কে বা কারা এমনটি করেছে তাদের ডাকবো এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হেদায়েতুল আলমের (আলম রেজা) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওসি এনামুল হক দুপুরে এসে আমাদের সঙ্গে লাঞ্চ করেছেন এবং সন্ধ্যায় এসে সাক্ষাৎ করে চলে গেছেন। মূল অনুষ্ঠানের সময় তিনি ছিলেন না।

হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলের সঙ্গে কথা হলে তিনি বলেন, শোকের মাসে এমন কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাই। তিনি আরও বলেন, এ বিষয়ে আমি থানায় জানাইনি, তবে শুনেছি অন্যরা থানায় জানিয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা