তাড়াশে সিএনজি-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে নাঈম আহমেদ (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
শনিবার সকালে তাড়াশ থেকে সিএনজি অটোরিকশা যোগে হাটিকুমরুল রোডে যাওয়ার পথে সলঙ্গা থানার কুটিরচর নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত নাঈম আহমেদ তাড়াশ পৌর সদরের ভাদাশ মধ্যপাড়া গ্রামের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে।
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম বলেন, সকালে সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ও তার ছেলে নাঈম আহমেদ তাড়াশ থেকে হাটিকুমরুল রোডে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা যোগে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম গুরুতর আহত হন ও তার বড় ছেলে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় আরো চারজন আহত হয়।
সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক বলেন, সকালে তাড়াশের কুটিরচর নামক এলাকায় সিএনজির সঙ্গে অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এছাড়া সিএনজির চার যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন