বুধবার ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনেও পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৩, ১৫:৫৭| আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬:০০
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

সূত্রের খবর, এদিন ডিএসইতে ৪৩৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৯ কোটি ৪০ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ১৫ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬১ পয়েন্টে।

বুধবার সিএসইতে ১৮২টি প্রতিষ্ঠানের ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ৭১টির এবং ৮১টির দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা