চার জেলায় অতিরিক্তি জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১৭:৪৪

চার জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- দিনাজপুর, চট্টগ্রাম, নাটোর ও নীলফামারী।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্যাহ আল মামুনকে দিনাজপুরের এডিসি, সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরের ইউএনও মো. সাদি উর রহিম জাদিদকে চট্টগ্রামে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. রওশন আলীকে নাটোরে এবং মাগুরা সদরের ইউএনও মো. তারিফ-উল-হাসানকে নীলফামারীর এডিসি হিসেবে পদায়ন করা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলা) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকাটাইমস/২৪আগস্ট/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :