ঝিনাইগাতীতে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩০| আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৫০
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ফয়সালের ফাঁসি এবং সহযোগী মোশারফকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

উপজেলার ফাকরাবাদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ৫শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য মমিন হোসেন, ইমান আলী মুন্সি ও তানজিৎসহ অনেকে। বক্তারা ধর্ষক ফয়সালের ফাঁসি এবং সহযোগী মোশারফকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানা গেছে, গত (১৯ আগস্ট) শনিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামে ফয়সাল তার নানার বাড়িতে বেড়াতে আসে। ঐদিন বিকালে প্রতিবেশি মোহাম্মদ আলীর তৃতীয় শ্রেণি পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে আসে। এ সময় ফয়সাল তার খালাতো ভাই মোশারফ হোসেনের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তোভোগী শিশুর পরিবারকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেয় স্থানীয় কয়েকজন।

পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের পরিবার বিষয়টি থানা পুলিশ ও সাংবাদিকদেরকে জানালে মঙ্গলবার রাতে ধর্ষিত শিশুটিকে উদ্ধারসহ ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে শিশুটির বাবা মেহাম্মদ আলী বাদী হয়ে ধর্ষক ফয়সাল এবং সহযোগী মোশারফকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা