চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রোভার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩:৫১ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১৩:৪২

চাঁদে তিন লক্ষ্যমাত্রার দুটি পূরণ করেছে চন্দ্রযান-৩। এমনটাই জানাল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। জানানো হয়েছে, আপাতত চাঁদের মাটিতে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রোভার প্রজ্ঞান। ১৪ দিন আয়ু থাকা রোভার ইতিমধ্যে কয়েকদিন চাঁদের মাটিতে কাজ করে ফেলেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ইসরো বলেছে, চাঁদের মাটিতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে। চাঁদে রোভার ঘুরে বেড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। সব পে-লোড স্বাভাবিকভাবে কাজ করছে।

ইতিমধ্যে ইসরোর পক্ষ থেকে রোভার প্রজ্ঞানের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। শনিবার একটি ভিডিও পোস্ট করে ইসরো বলেছে, চাঁদের দক্ষিণ মেরুতে চাঁদের রহস্য উদঘাটন করতে শিবশক্তি পয়েন্টের (যেখানে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম) কাছে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :