চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রোভার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১৩:৪২| আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩:৫১
অ- অ+

চাঁদে তিন লক্ষ্যমাত্রার দুটি পূরণ করেছে চন্দ্রযান-৩। এমনটাই জানাল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। জানানো হয়েছে, আপাতত চাঁদের মাটিতে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রোভার প্রজ্ঞান। ১৪ দিন আয়ু থাকা রোভার ইতিমধ্যে কয়েকদিন চাঁদের মাটিতে কাজ করে ফেলেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ইসরো বলেছে, চাঁদের মাটিতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে। চাঁদে রোভার ঘুরে বেড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। সব পে-লোড স্বাভাবিকভাবে কাজ করছে।

ইতিমধ্যে ইসরোর পক্ষ থেকে রোভার প্রজ্ঞানের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। শনিবার একটি ভিডিও পোস্ট করে ইসরো বলেছে, চাঁদের দক্ষিণ মেরুতে চাঁদের রহস্য উদঘাটন করতে শিবশক্তি পয়েন্টের (যেখানে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম) কাছে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা