সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে মেয়র তাপসের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ১৬:৪৯

সাবেক ধর্মমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় মেয়র ব্যা তাপস বলেন, ‘প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমান ছাত্রজীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেন। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যেমনি সরাসরি অংশগ্রহণ নিয়েছিলেন তেমনি বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার নির্ভীক ও সাহসিকতাপূর্ণ নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহ পাকিস্তানি হানাদারদের কবল হতে মুক্ত হয়। শুধু তা-ই নয়, পঁচাত্তর পরবর্তী ঘোর অমাবস্যার মাঝে শত প্রলোভন ও নির্যাতন সত্ত্বেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি আজীবন অবিচল থেকেছেন।’

মেয়র বলেন, ‘অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত। তার মৃত্যুর মধ্য দিয়ে শুধু ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নয়, বাংলাদেশ আওয়ামী লীগের একটি গৌরবোজ্জ্বল ও সপ্রতিভ অধ্যায়ের সমাপ্তি হলো। তার মতো একজন আদর্শবাদী সংগঠকের মৃত্যু আমাদের সকলের জন্য গভীর শূন্যতা সৃষ্টি করবে। দেশমাতৃকা ও দলের জন্য তার অসীম সাহসিকতা ও গভীর আত্মত্যাগ তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। তার আত্মবিসর্জন ও ত্যাগ স্বীকারের সহজাত কর্মগুণে তিনি এদেশের গণমানুষের হৃদয়ে চির সমুজ্জ্বল হয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।’

শোকবার্তায় প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমান এর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/কেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে নাসিম এমপিকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

মেসে ঝুলছিল ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজকের মরদেহ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

বদলে গেছে মহাখালীর যানজট পরিস্থিতি, যেভাবে এলো পরিবর্তন

খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানের হবে: তাপস

বাবে মদিনায় প্রবেশে বাধা, পুলিশের সহায়তায় মাজার জিয়ারত করলেন ভক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :