উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর: নঈম নিজাম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১৫:২৮
অ- অ+

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আর অসাম্প্রদায়িক উপমহাদেশ দেখা বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গের কলকাতার রোটারি সদনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নঈম নিজাম বলেন, ‘প্রথমে শিক্ষাজীবন, পরে বঙ্গবন্ধুর রাজনীতি শুরু হয়েছিল কলকাতা থেকে। মহাত্মা গান্ধীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি ১৯৪৬ সালের দাঙ্গার সময়ও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন।’

‘বঙ্গবন্ধুর লক্ষ্যই ছিল একটি উন্নত দেশ গড়ে তোলা। এই উপমহাদেশকে অসাম্প্রদায়িক দেখা। ৫১ বছর বয়সে তিনি জাতির পিতা হন। ৫৩ বছরেই চলে গেলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

নঈম নিজাম বলেন, ‘ভারত ও ইন্দিরা গান্ধীর কাছে আমরা কৃতজ্ঞ। কারণ তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন। ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক, তা আগামীতেও থাকবে। আমিও মনে করি বন্ধু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশি পরিবর্তন করা যায় না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘১৯৪৭ সালে ভারত যখন দ্বিজাতি-তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো, তখন ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠন হলো। পরে ১৯৭১ সালে বাংলাদেশ নামক আরেকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।’

‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্ম, বর্ণের মানুষের দেশ গঠনের। সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশের মানুষ কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যেই বঙ্গবন্ধু সারা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন ভারত ও বাংলাদেশের মধ্যে যাতে এই আত্মিক সম্পর্ক আরও বৃদ্ধি পায়।’

দুদেশের সম্পর্ক উন্নয়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হানিফ বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি তার যে আন্তরিকতা বিশেষ করে, শেখ হাসিনার প্রতি তার যে মানসিকতা, আন্তরিকতা এটা আমাদের জাতিকে কৃতজ্ঞভাবে আবদ্ধ করেছে।’

‘আমরা চাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশ এগিয়ে যাক। আমরা চাই দুই দেশের রক্তের বন্ধন আরও সুদৃঢ় হোক। আমরা উভয় দেশ একে অপরের পরিপূরক। আমরা চাই সেই রক্তের সম্পর্ক অটুট থাকুক। কারণ, দুই দেশেই আমাদের অনেক আত্মীয়স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই সেই সম্পর্ক কখনোই ছিন্ন হওয়ার নয়।’

ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ দূতাবাসের উপ রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস, ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির বাজোরিয়া, বিশিষ্ট সমাজসেবী আবু নাসের প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের
হলি আর্টিজানের ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে : মুখপাত্র
নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে রুমে তল্লাশি, বিক্ষোভ
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা