আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। প্রার্থীরা টাকা খরচ করে, বেচা-কেনাও বাড়ে। তবে জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস-আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে দেশের মানুষের ক্ষতি হবে এতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে।
বুধবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে রুই জাতীয় মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে গত ৬ মাসের তুলনায় বর্তমানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। তবে হ্যা আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক সিমা রাণী বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জস্থ মৎস্য হ্যাচারী পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
(ঢাকাটাইমস/৩০ আগস্ট/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

নিয়ম ভেঙে শোডাউন, লাইলীর কাছে ব্যাখা চেয়েছে অনুসন্ধান কমিটি

এমপি গোলাপের চেয়ে স্ত্রীর নগদ অর্থ বেড়েছে ১২ গুণ

শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠিতে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ

আয় কমেছে এমপি রবির, সবচেয়ে ধনী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

২০ দিন পর চালু হলো মিয়ানমার-টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: মাদারীপুর আদালতে হাজিরা দিলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবক খুন

চার মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
