বুধবার ডিএসইতে সূচকের নামমাত্র উত্থান, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৩, ১৫:৫২| আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৬:২৯
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বেড়েছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বুধবার ডিএসইতে ৪১৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২১ কোটি ৮৭ লাখ বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩০৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক .০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৪ পয়েন্টে।

বুধবার সিএসইতে ১৪০টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ৩৬টির এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা