তাড়াশে নসিমন উল্টে চালকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন উল্টে চালক মাহতাব প্রামাণিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মাহতাব প্রামাণিক তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত মুসা প্রামাণিকের ছেলে।
নিহতের ভাই সোহেল রানা সোহাগ জানান, মাহতাব প্রামাণিক তার নসিমন নিয়ে একটি ভাড়ায় যাওয়ার পথে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গাড়ির চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন