মায়ের কোল থেকে কেড়ে ছুড়ে ফেলে শিশু হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরের নালিতাবাড়ীতে মায়ের কোলের পাঁচ মাসের শিশুকে কেড়ে নিয়ে ছুড়ে হত্যার অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধের কারণে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয় শিশু আদিবাকে। পরে প্রতিপক্ষের লোকজন ছুড়ে মেরে হত্যা করে শিশুটিকে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশী লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপণ করতে গেলে হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগমসহ (৬৫) তাদের লোকজন চারা রোপণ করতে বাধা দেয়।
এ সময় উভয়পক্ষে হাতাহাতির একপর্যায়ে ফাতেমার কোলে থাকা ৫ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাত পেলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে রাতে শিশুটি মারা যায়।
এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লাভলী ও হনুফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পিতা ময়ছর উদ্দিন বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন