আখম হাসানের সঙ্গে দীপান্বিতার ‘ফেসবুক প্রেম’

নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন মডেল-অভিনেত্রী দীপান্বিতা রায়। নাম ‘ফেসবুক প্রেম’। নাটকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন দীপান্বিতা। সিনেমাটোগ্রাফার আশরাফুল ইসলাম এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাহিয়ান সিকদার।
‘ফেসবুক প্রেম’ নাটকটিতে দীপান্বিতা রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ম আ সালাম, পিন্টু আকনজি, সিলভি, মিন্টু সরদার, রফিক শাহীদ ছাড়া আরও অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, ফেসবুকে কারিশমা নামক আইডির মেয়েটির সঙ্গে প্রেম করে দক্ষিণবঙ্গের কামরুল। প্রেমের টানে সে কারিশমাকে খুঁজতে খুঁজতে কারিশমার বাড়িতে গিয়ে হাজির হয়।
কিন্তু এ কী? কারিশমা আসলে কারিশমা নয়, সে তো টুনটুনি। সে আসলে কামরুলকে ভালোবাসেনি, শুধু টাইমপাস করেছে। কিন্তু কামরুল তো টুনটুনিকে সত্যি সত্যি ভালোবাসে। তাই সে কিছুতেই মেনে নেবে না এই প্রতারণা। যে করেই হোক সে টুনটুনিকে নিজের করে নেবে।
এভাবেই এগিয়ে চলে গল্প। কিন্তু এরপর কী হয়? সেটা জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। অভিনেত্রী দ্বীপান্বিতা জানিয়েছেন, ‘ফেসবুক প্রেম’ নাটকটি আজ শুক্রবার রাত ১০টায় দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে প্রচারিত হবে।
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন