হরিরামপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪১
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরে কালই গোপালপুর একতা যুব সংঘ আয়োজিত একতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার গালা ইউনিয়নের কালই শিকদার বাড়ি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আল-আমীনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস।

খেলায় কচুয়া জাগরণী সংঘ দলকে ৩ - ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালই বন্ধুমহল।

পরে সন্ধ্যায় খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদোরিয়া গ্রুপের এমডি মুর্শেদ আনোয়ার আরিফ।

খেলায় পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি এবং রানার্স আপ দলকে একটি স্মার্টফোন প্রদান করা হয়।

এ সময় তমাল শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম শিকদার, ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ, গালা ইউনিয়নের ৮নং সদস্য আলী হোসেন, বিশিষ্ট সমাজসেবক শফিকুল আকন্দ (পলাশ), বিশিষ্ট ক্রীড়ানুরাগী নাজমুল হুদা ডালু, আওলাদ হোসেন ও আনোয়ার খান।

(ঢাকাটাইমস/০৮ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা