নোয়াখালীতে বিআরবি ক্যাবলের মোড়কে নকল ক্যাবল, দুই লাখ টাকা অর্থদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বিআরবি ক্যাবলের নামে নকল ক্যাবল বিক্রি করার অপরাধে ‘ইমতিয়াজ ইলেকট্রনিকস’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।
সোমবার দুপুরে চৌমুহনী হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিঞা।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ইমতিয়াজ ইলেকট্রনিকস নামের ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহকের কাছে বিআরবি ব্রান্ডের আসল ক্যাবলের নাম ও মোড়ক ব্যবহার করে নকল ক্যাবল বিক্রি করে আসছিলো। ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় এসব নকল ক্যাবল নিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তাদের দোকানে থাকা বিআরবি ক্যাবলের মোড়কে নকল ক্যাবল থাকায় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারীকে নগদ দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতের জন্য ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম সহযোগিতা করেন।
(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন