পঞ্চগড়ে স্বর্ণসহ আটক ১

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৬

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে পাচারের সময় ১৯ কেজি ওজনের ১৯ টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

রবিবার গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপির বিজিবি টহল দল স্বর্ণসহ তাকে আটক করে। আটক জুয়েল উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, হাড়িভাসা ইউনিয়নের এলাকার ঘাগড়া সীমান্ত এলাকা থেকে জুয়েল নামে এক যুবককে স্বর্ণ চোরাচালানের অভিযোগে থানায় আনা হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম জানান, গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে জুয়েলকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ মুল্যের ১৯ দশমিক ৩০৩ কেজি ওজনের ১৯ টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক জুয়েলের বিরুদ্ধে মামলাসহ তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণসহ অন্যান্য মালামাল কাস্টমস গুদামে প্রদানের প্রক্রিয়াও চলমান।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :