পিছিয়ে পড়েও জিতল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা-লিগায় রবিবার রাতের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদই। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে ফেড্রিকো ভালভার্দে ও জোসেলু একটি করে গোল করেন। সোসিয়েদাদের একমাত্র গোলটি করেন অ্যান্ডার বারেনেকক্সা।
শনিবার রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। সে কারণে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে সোসিয়েদাদের বিরুদ্ধে কিছুটা সতর্কতার সঙ্গেই ম্যাচ শুরু করতে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। কিন্তু জাপানীজ মিডফিল্ডার তাকেফুসা কুবোর দুর্দান্ত পাসে অ্যান্ডার বারেনেকক্সা পাঁচ মিনিটে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন।
ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম স্কোরশিটে নাম লেখাতে ব্যর্থ হয়েছেন। নতুন আসা এই ইংলিশ তারকা মাদ্রিদের প্রথম চার ম্যাচে পাঁচ গোল করেছেন। এর মাধ্যমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।
দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে ফ্র্যান গার্সিয়ার কাট-ব্যাক থেকে ভালভার্দে মাদ্রিদকে সমতায় ফেরান। এই লেফট-ব্যাক দ্বিতীয় গোলেরও যোগানদাতা ছিলেন। গার্সিয়ার ক্রসে ৬০তম মিনিটে জোসেলু রিয়ালকে স্বস্তির জয় উপহার দেন। এই গোলের পরপরই আনচেলত্তি জোসেলুর পরিবর্তে এডুয়ার্ডো কামাভিঙ্গাকে মাঠে নামান।
ম্যাচ শেষে জোসেলু বলেছেন, ‘এটা বার্নাব্যু। স্বাগতিক সমর্থকদের সামনে আমরা ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছি। আমাদের নিজেদের ওপর আস্থা আছে। এই দলটির মধ্যে অনেক যোগ্য খেলোয়াড় রয়েছে। আবারো আমরা পিছিয়ে থেকে ম্যাচে ফিরে এসেছি।’
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মাদ্রিদ। স্প্যানিশ দুই চির প্রতিদ্বন্দ্বী দলই এখনো লা লিগায় অপরাজিত রয়েছে। বার্সেলোনা শুধুমাত্র তাদের প্রথম ম্যাচে গেতাফের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান শ্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান বার্সেলোনার। তিন নম্বরে রয়েছে অ্যাথলেটি বিলবাও। আর পয়েন্ট টেবিলের চার নম্বর দখল করে রেখে জিরোনা। দুদলেরই পয়েন্ট সংখ্যা ১০।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

সাকিব-তামিম ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

ভারত বিশ্বকাপে হরদীপ সিং হত্যা বদলার হুমকি খালিস্তানি নেতার

এগিয়ে গিয়েও জেতা হলো না বাংলাদেশের মেয়েদের

নিউক্যাসলের কাছে হেরে ম্যান সিটির বিদায়

বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন নাভিন

বিশ্বকাপের পর নেতৃত্বের পাঠ চুকোতে চলেছেন সাকিব আল হাসান!

সাকিবের মন্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল

মেসিবিহীন মায়ামির শিরোপা হাতছাড়া

নতুন চুক্তিতে বেতন বাড়ল পাকিস্তানি ক্রিকেটারদের
