শেখ হাসিনা মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করেছেন: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। শেখ হাসিনা সরকার মৎস্যজীবী বান্ধব সরকার। তিনি বলেন, মৎস্যজীবীদের পরিবার স্বাস্থ্য-শিক্ষা থেকে বঞ্চিত ছিল একসময়। আজ তাদের অধিকার নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার।

সোমবার সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, মাছ ধরা যখন নিষিদ্ধ থাকে তখন জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়। মৎস্যজীবী মানুষগুলোর জীবনমান উন্নয়নেও সরকার সবসময় কাজ করছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহআলম,শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য এডভোকেট বদিউজ্জামাল কিরণ, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এসএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ।

এ সময় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/আরআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে: প্রধানমন্ত্রী

বিএনপির খাল কেটে কুমির আনার চেষ্টা সফল হবে না: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন আ.লীগ নেতা খসরু চৌধুরী

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

দেশরক্ষা ও ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবি ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগের দোয়া মাহফিল

গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে: আমীর খসরু

আ.লীগ বিরোধীদলে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না: সালাম

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বারবার জানালেও সরকার শুনছে না: গয়েশ্বর

সজীব ওয়াজেদ জয়ের অবস্থান নিয়ে যা জানালেন মোহাম্মাদ এ আরাফাত

এই বিভাগের সব খবর

শিরোনাম :