শেখ হাসিনা মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করেছেন: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩
অ- অ+

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। শেখ হাসিনা সরকার মৎস্যজীবী বান্ধব সরকার। তিনি বলেন, মৎস্যজীবীদের পরিবার স্বাস্থ্য-শিক্ষা থেকে বঞ্চিত ছিল একসময়। আজ তাদের অধিকার নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার।

সোমবার সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, মাছ ধরা যখন নিষিদ্ধ থাকে তখন জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়। মৎস্যজীবী মানুষগুলোর জীবনমান উন্নয়নেও সরকার সবসময় কাজ করছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহআলম,শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য এডভোকেট বদিউজ্জামাল কিরণ, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এসএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ।

এ সময় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/আরআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা