সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল সবজি বিক্রেতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

মৃত আক্কাস শিকদার মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, হত্যার শিকার হওয়া আক্কাস সিকদার পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও সবজি বিক্রির জন্য বের হলে একদল ছিনতাইকারী তার পথ আটকে চাকু দিয়ে ষ্টেপ করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন-৩ জানান, নিহত ব্যক্তি সবজি ক্রয়ের জন্য যাত্রাবাড়ী উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ একদল ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাতে করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং উক্ত ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে স্বৈরাচারের স্থান জনগণ মেনে নেবে না : আমিনুল হক
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা