অপু বিশ্বাসের নামে জিডি করলেন আরেক ‘নায়িকা’

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিমি ইসলাম কলি নামে আরেক নায়িকা ও প্রযোজক। সোমবার তিনি অপুর নামে জিডিটি করেন। জিডি নম্বর-১১১৫।
মঙ্গলবার ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিনেত্রী অপু বিশ্বাসই অভিযুক্ত কি না- সেটা আমরা নিশ্চিত নই। অভিযোগে উল্লেখও করা হয়নি। অপু বিশ্বাস ছাড়াও লিখিত অভিযোগে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনের নাম উল্লেখ করা হয়েছে।’
আরও পড়ুন:- কী ব্যবসা? জিজ্ঞেস করতেই ক্ষেপে গেলেন নায়িকা সিমি
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।’
আরও পড়ুন:- নায়িকা সিমিকে পঙ্গু করা কে এই ব্যাংক কর্মকর্তা?
আরও উল্লেখ করা হয়েছে, ‘পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে ১ লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।’
এদিকে, জিডিতে উল্লেখিত নামটি যে চিত্রনায়িকা অপু বিশ্বাস, সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যিনি জিডিটি করেছেন সেই সিমি ইসলাম কলিই। বলেছেন, ‘আমি দুজনের নামে জিডি করেছি। একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরেকজন জাহিদুল ইসলাম অপু।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএম/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

কারা হ্যাকড করল ফাহমিদা নবীর দুইটি পেজ?

প্রকাশ্যে ‘বলী’র জোড়া পোস্টার

একবার নৌকা চেয়ে পাননি, ‘নাছোড়বান্দা’ সেই মাহির চোখ এবার দুই আসনে

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা

নেটজনতার ওপর মহা বিরক্ত অভিনেতা নিলয়ের বর্তমান স্ত্রী

শ্রীদেবীর বিয়ের আগেই গর্ভে আসে বড় মেয়ে জাহ্নবী! কতটা সত্যি?

স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করে যেভাবে ফেঁসে যান উদিত নারায়ণ

বাংলাদেশি যেসব তারকা সঙ্গী পাল্টেছেন বারবার! হয়েছেন নিন্দিত

বোরকা পরে দুর্গাপূজার শপিং করবেন অপু বিশ্বাস
