খুলনায় 'হ্যালো কেএমপি’ অ্যাপস উদ্বোধন

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৫| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৭
অ- অ+

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল তথ্য ও সেবা সহজীকরণে ‘হ্যালো কেএমপি’ অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে কেএমপির সম্মেলন কক্ষে এই অ্যাপসের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপস থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা যাবে। পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করা যাবে। পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনলাইনে অভিযোগ করা যাবে। কেএমপির অনলাইন নিউজ পোর্টালটি ভিজিট করা যাবে। কেএমপির অফিসিয়াল ওয়েবসাইটটি ব্রাউজিং করা যাবে। কেএমপির সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া যাবে। অনলাইন জিডি করা যাবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করা যাবে। পাসপোর্ট ভেরিফিকেশনের অগ্রগতির আপডেট সম্পর্কে জানা যাবে। খুলনা মহানগরীর আবহাওয়া ও ট্রাফিক আপডেট সম্পর্কে জানা যাবে। আইন-শৃঙ্খলা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সেবা সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে।

এ ছাড়া খুলনাস্থ বিভিন্ন জরুরি সেবা দানকারী সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর পাওয়া যাবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ ভিজিট করতে পারবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুনসহ ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা