বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই বৃষ্টির হানা

বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শুরুতেই বৃষ্টির হানা। দুই কিউই ব্যাটসম্যান উইল ইয়ং ও ফিন অ্যালেন এবং টাইগাররা চলে গেছেন ড্রেসিং রুমে। মাঠকর্মীরা প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ঢেকে ফেলেছেন মাঠ।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হয় দুপুর ২টায়। কিন্তু ৪ ওভার ৩ বল হতেই শুরু হয় বৃষ্টি, সঙ্গে বাতাস। খেলা বন্ধ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ড করেছে বিনা উইকেটে ৯ রান।
এদিকে চোট কাটিয়ে উঠতে এশিয়া কাপে খেলতে যাওয়া হয়নি বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালের। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারও ছিলেন না ১৭ জনের স্কোয়াডে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন তিনজনই।
অন্যদিকে মূল পেস আক্রমণের তিনজনও বিশ্রাম পাওয়ায় বাংলাদেশের বোলিং আক্রমণেও আছে পরিবর্তন। প্রায় বদলে যাওয়া একাদশ নিয়ে বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন