ঢাকায় ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু, অফার-ডিসকাউন্টের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০২
অ- অ+

দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট-২০২৩।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী।

২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধন অনুষ্ঠানে মো. মাহবুব আলী বলেন, কোভিডের অতীমারির কারণে দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, আজকের এই উদ্যোগ ফলে পাশ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি পর্যটক আমাদের দেশে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা পালন করবে। বাংলাদেশের যে নান্দনিক সৌন্দর্য; আমাদের পাহাড়-পর্বত নদী-নালা খাল-বিল ও আতিথিয়তাসহ সব কিছুই আমাদের এখানে বিদ্যমান। এই উদ্যোগ বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিলো, দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরার, সেই লক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, পর্যটন বিচিত্রার উদ্যোগে ঢাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৩ এবং ১ম বাংলাদেশ ট্যুরিজম ডেভলপমেন্ট সামিটে-২০২৩ অংশগ্রহণ কর‌ছে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ১৫০টি পর্যটন সংস্থা। বি.টু.বি ব্যবসার পাশাপাশি পর্যটকদের জন্যও মেলায় বিভিন্ন প্যাকেজ, ডিসকাউন্ট এবং অফার থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতায় মেলার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে র‌য়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডা), স্কিলস পার্টনার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এন.এস.ডি.এ), ইনোভেশন পার্টনার এটুআই (আই.সি.টি বিভাগ)। সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

টাইটেল স্পন্সর হি‌সে‌বে র‌য়ে‌ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ব্যাংক পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি। হসপিটালিটি পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারি) লোকমান হোসেন মিয়াঁ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স‌চিব মো. মোকাম্মেল হোসেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার ও কমার্স অ্যান্ড ইন্ডাস্টিরজের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুবুল আলম।

এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছি‌লেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, বাংলাদেশ ট্যুরিজম বো‌র্ডের সিইও আবু তাহের মো. জাবের।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল।

এছাড়াও উপস্থিত ছি‌লেন বিভিন্ন দূতাবাস সহ পর্যটন সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২১‌সে‌প্টেম্বর/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা