চার ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে রাজধানীর অলিগলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৮
অ- অ+

একটানা প্রায় চার ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীতে ভারী বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে।

টানা বৃষ্টিতে গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, শুক্রাবাদ, ইস্কাটন গার্ডেন, কাঁঠালবাগান, মিরপুর, তেজগাঁও, আজিমপুর, সুবাস্ত, রামপুরা ব্রিজ, মিরপুর,শেওড়াপাড়া, ইস্কাটন রোডসহ (হলি ফ্যামিলির সামনে) ঢাকার বিভিন্ন নিচু এলাকার রাস্তায় পানি জমেছে। এসব এলাকার রিকশা ও বিভিন্ন গাড়ির চাকা অর্ধেকের বেশি ডুবে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন ব্যবহারকারীরা।

এদিকে, বৃষ্টির কারণে সন্ধ্যার পরই রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা গেছে। বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রাত ৯টার পর কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। শুক্রবারও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা