নিজ্জার হত্যার তদন্তে ভারতেরও অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০
অ- অ+

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার চলমান সম্পর্কে টানাপোড়েনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শুক্রবার ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ব্লিঙ্কেন বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি যে অভিযোগ তুলেছেন, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ইস্যুতে কানাডায় তদন্ত চলছে এবং তাতে ভারতেরও অংশ নেওয়া জরুরি। আমরা জবাবদিহিতা দেখতে চাই।’

ভারতের খালিস্তানপন্থি গোষ্ঠী খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার শীর্ষ নেতা ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জার গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী ভ্যানকুভারের একটি গুরুদুয়ারার সামনে নিহত হন।

ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর থেকে ১৯৭৭ সালে কানাডায় গিয়ে সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছিলেন হরদীপ নিজ্জার।

কানাডা নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করেছে। গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে।’

ট্রুডোর এই বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাল্টাপাল্টিভাবে কূটনীতিক বহিষ্কার করেছে দুদেশ। ভারত কানাডার নাগরিকদের ভিসা দেয়া ব্ন্ধ করে দিয়েছে।

গুরুত্বপূর্ণ দুই মিত্র দেশের সম্পর্কের টানাপোড়েনে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র।

‘আমরা কানাডার সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি এবং এই যোগাযোগ কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই; এই ইস্যুতে শুরু হওয়া তদন্তের সমন্বয়ের ক্ষেত্রেও আমরা কানাডাকে সহযোগিতা করছি,’-গত শুক্রবার ব্রিফিংয়ে বলেন ব্লিনকেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা