দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার অবিশ্বাস্য জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৪

সেল্টা ভিগোর বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে দারুণভাবে লড়াইয়ে ফিরে এসে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দলের পক্ষে জোড়া গোল করেছেন পোলিশ তারকা ফুটবলার রবার্তো লেভানডোস্কি। একটি গোল করেন জাও ক্যানসালো। অন্যদিকে সেল্টা ভিগোর হয়ে একটি করে গোল করেন লারসেন ও ডুভিকাস।

ম্যাচের প্রথমভাগে বার্সেলোনা আধিপত্য দেখিয়েছে। কিন্তু ১৯তম মিনিটে এগিয়ে যায় সেল্টা। কর্নার থেকে স্ট্র্যান্ড লারসেনের দারুণ ফিনিশিংয়ে মার্ক-আন্দ্রে টার স্টেগানকে পরাস্ত করেন। ফ্রেংকি ডি জংয়ের থ্রু পাস থেকে হুয়াও ফেলিক্স বল নিয়ন্ত্রনে নিতে পারেননি।

বার্সা প্রথম গোল পাওয়ার ছয় মিনিট আগে ইয়াগো আসপাসের নিখুঁত পাসে দলে নতুন আসা ডুভিকাসের গোলে ব্যবধান দ্বিগুণ হয় বেনিতেজের দলের। যদিও বার্সেলোনা দ্রুতই ম্যাচে ফিরে আসে। ৮১তম মিনিটে ফেলিক্সের সহায়তায় লেভানডোস্কি সেল্টা গোলরক্ষক ভিলারের মাথার উপর দিয়ে বল জালে পাঠান। চার মিনিট পর ক্যান্সেলোর কাট-ব্যাকে লেভানডোস্কি বার্সেলোনাকে সমতায় ফেরান। ৮৯তম মিনিটে গাভির চমৎকার ক্রস থেকে ক্যান্সেলো শক্তিশালী শটে বার্সেলোন নাটকীয় জয় নিশ্চিত করেন। ম্যাচটি শেষ হয়েছে ৩-২ গোল ব্যবধানে।

এ জয়ের মাধ্যমে খানিক সময়ের জন্য শীর্ষে থাকা জিরোনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে যায় বার্সেলোনা। ৬ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১৬ পয়েন্ট। তবে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে জিরোনা। এদিকে ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে অবস্থান সেল্টা ভিগোর।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :