পার্লার থেকে সেজে এসে ছিনতাই করেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬
অ- অ+

মিরপুরে তালিকাভুক্ত নারী ছিনতাইকারী মুক্তা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বরের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত মুক্তা তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর আগে সাত বার গ্রেপ্তারও হন তিনি।

পুলিশ জানিয়েছে, মুক্তা পার্লার থেকে সেজে ছিনতাইয়ে নামতেন। মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে এরপর সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যেতেন তিনি।

মায়ের কাছে প্রথম চুরি শেখা মুক্তা মায়ের সঙ্গে থেকেই টুকটাক চুরি করতেন। কিন্তু মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লে নিজেই দল গড়েন মুক্তা। সঙ্গে একজনকে নিয়ে পুরো ঢাকা শহরে ছিনতাই শুরু করেন। মানুষের সন্দেহ এড়াতে তিনি অভিনব কৌশল গ্রহণ করেন। প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন তিনি। পার্লারের সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজে কেউ সন্দেহ করে না তাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই করেন মুক্তা। রবিবার একই কায়দায় শাওন আফরোজ নামের এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। কিন্তু মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু, পর্যায়ক্রমে প্রতিটি জেব্রা ক্রসিংয়ে
মার্চে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, থানা বনানী
মিরপুরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৩
গুড়িয়ে দেওয়া হলো মিরপুরের প্যারিস রোডের অবৈধ মেলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা