উত্তরায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীর উত্তরায় মুঠোফোন ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার উত্তরার একটি বাড়ির তত্ত্বাবধানকারী ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম আলম ঢাকা টাইমসকে বলেন, গত রাতে দেলোয়ার গৃহস্থলির মালামাল নিয়ে একটি পিকআপে করে গ্রামের বাড়ি ময়মনসিংহে যাচ্ছিলেন। দেলোয়ার পিকআপের পেছনে ছিলেন।
উত্তরা এলাকা দিয়ে যাওয়ার সময় পিকআপটি ধীরগতিতে চলছিল। এ সময় এক ছিনতাইকারী দেলোয়ারের হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। দেলোয়ার চালককে পিকআপ থামাতে বলেন। চালক পিকআপ থামালে দেলোয়ার ছিনতাইকারীর পিছু নেন। দৌড়ে ধরে ফেলেন। তখন ছিনতাইকারী দেলোয়ারের বুকে ও পেটে ছুরিকাঘাত করে এবং মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরআর/ইএস)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা করছেন নোয়াখালীর জাহাঙ্গীর

নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান

চোরাই মোবাইল বিক্রির স্পটে অভিযান চালাবে পুলিশ

ট্যুর প্যাকেজ প্রতারণা: বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ

মানুষের গাড়িতে আগুন দেওয়া রাজনীতি হতে পারে না: ডিবিপ্রধান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

পল্টনে তিন ককটেল বিস্ফোরণ

বিজিবির অভিযানে নভেম্বর মাসে ১৮৩ কোটি টাকার পণ্য জব্দ

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচারে আইনি ব্যবস্থা নেবে এনসিটিবি
