ব্যাংকের লকারে রাখা মহিলার ১৮ লাখ টাকা খেয়ে ফেলল উইপোকায়!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫
অ- অ+

সুরক্ষার কথা মাথায় রেখে সাধারণত সোনাদানা এবং মূল্যবান দলিলপত্র ব্যাংকের লকারে রাখে মানুষ। কিন্তু লকারে নগদ টাকা রাখার কথা কোনোদিন শুনেছেন? এই কাজটাই করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের অলকা পাঠক নামে মহিলা। বছর দেড়েক আগে তিনি কিছু গয়নাগাটির সঙ্গে ১৮ লাখ টাকাও রেখেছিলেন ব্যাংকের লকারে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, মেয়ের বিয়েতে খরচ করবেন বলে কষ্টের টাকা যাতে সুরক্ষিত থাকে সে কারণে ব্যাংকের লকারে টাকাগুলো রেখেছিলেন অলকা পাঠক নামে ওই মহিলা। কিন্তু হায়! কষ্টের সেই টাকাই খেয়ে ফেলল উইপোকায়!

সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় ঘটেছে এই ঘটনা। কিন্তু ওই মহিলা জানতে পারলেন কীভাবে?

আসলে ব্যাংকের বাৎসরিক লকার চার্জ ও কেওয়াইসি নথি জমা দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ডেকেছিল তাদের গ্রাহক অলকা পাঠককে। সেই মতো তিনি ব্যাংকে যান। এদিকে ব্যাংকে যখন গিয়েছেন তখন একবার লকারটা না দেখে গেলে কি হয়? সেই মতো লকারটা খোলেন অলকা। ব্যস, লকার খুলতেই তার চোখ একেবারে ছানাবড়া।

অলকা দেখেন, তার পুরো ১৮ লাখ টাকাই উইপোকাতে খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনা ব্যাংক ম্যানেজারকে জানান।

অলকার একটি ছোট ব্যবসা রয়েছে। তিনি টিউশনও করেন। সেই টাকা তিনি তিলতিল করে জমিয়েছিলেন। কিন্তু টাকা যে ওইভাবে ব্যাংকের লকারে রাখা যায় না, সেটা তিনি জানতেন না। টাকা যাতে সুরক্ষিত থাকে সে কারণে তিনি লকারে টাকা রেখে আসেন। সেই কষ্টের টাকাই খেয়ে ফেলল উইপোকাতে।

এ ঘটনায় মাথায় হাত অলকা পাঠকের। তবে ব্যাংক ম্যানেজার অত্যন্ত গুরুত্ব দিয়ে গোটা ঘটনা দেখছেন। তিনি ওপরমহলে গোটা ঘটনাটি জানাচ্ছেন। যদিও শেষ পর্যন্ত অলকা তার টাকা ফেরত পাবেন কি না, সেটা জানা যায়নি। অলকার এখন চিন্তা, কোথা থেকে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করবেন। দুশ্চিন্তায় তার ঘুম হারাম।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা