পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫২

পাকিস্তানের বেলুচিস্তানের মাসতাং জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে মিছিলের জন্য একত্রিত হন মানুষজন। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।
সেখানের জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলেও জানান তিনি।
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকযাই জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আচাকযাই বলেন, 'শত্রুরা বিদেশি শক্তির আশীর্বাদ নিয়ে বেলুচিস্তানের ধর্মীয় সহনশীলতা ও শান্তি নষ্ট করতে চায়। এই বিস্ফোরণের ঘটনা সহ্য করার মতো নয়।'
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএইচ/আরকেএইচ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজার খান ইউনিসে হামাসের স্নাইপারদের গুলিতে ৮ ইসরায়েলি সেনার মৃত্যু

গাজায় ‘নিরাপদ অঞ্চল’ অসম্ভব, ইসরায়েল সব জায়গায় হামলা করছে: জাতিসংঘ

ফিলিস্তিন ইস্যুতে কাতারে বৈঠকে গালফভুক্ত ছয় দেশ ও তুর্কিয়ে

১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে মস্কো

নাইজেরিয়ার সামরিক বাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ বেসামরিক নিহত

গাজার পৃথক স্থানে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০

আঘাত হেনেছে মিগজাউম, অন্ধ্র প্রদেশে তাণ্ডব

ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই যুক্তরাষ্ট্রের: হোয়াইট হাউস

বিদেশি কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসানীতি ঘোষণা
