দাফনের চার মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

ভোলার চরফ্যাশনে দাফনের চার মাস পর আদালতের নির্দেশে নূরজাহান নামের এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
শনিবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গৃহবধূর স্বামীর পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার বলেন, নূরজাহান নামে এক গৃহবধূর মৃত্যুর পর আদালতে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ তোলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে।
(ঢাকাটাইম/৩০ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন