অক্টোবরে আওয়ামী লীগের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ২০:০২

অক্টোবর মাসে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা শাখাগুলোর এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকগণের সঙ্গে যৌথসভায় অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই দিনও আওয়ামী লীগ বহুলোক জমায়েত করে সমাবেশ করবে। ১০ অক্টোবর পদ্মাসেতুর রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ সুধী সমাবেশ হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয় না। আমরা আগেও বলছি নির্বাচন পর্যন্ত আমাদের নেতাকর্মী মাঠে থাকবে।

নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ডাক দেওয়ার সঙ্গে মঙ্গে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বিএনপি, তাদের সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আগামী ৪ অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের জন্য অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা নিয়ে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরলে সংবর্ধনা দেয়ার আওয়ামী লীগের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় উপস্তিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

হাসিনা ৪১ সাল পর্যন্ত থাকলে স্বাধীনতা দিল্লির পায়ের নিচে থাকত: ফারুক

নোয়াখালীতে দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতা আবেদের মোটরসাইকেল শোডাউন

ঢাবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ, সদস্যসচিব রাকিব

কিশোরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে জাতীয়তাবাদী প্রচার দলের আর্থিক অনুদান

বাংলাদেশে এই প্রথম আনন্দের সঙ্গে দুর্গোৎসব হচ্ছে: গয়েশ্বর

শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির অনুদান ও উপহার সামগ্রী বিতরণ

১৯ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি নেতা মালিক

হত্যাকারীদের দ্রুত জামিন দেওয়া হচ্ছে, অভিযোগ আমিনুল হকের

জনগণ আশা করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না: মান্না

গুজব ছড়িয়ে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: নজরুল ইসলাম খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :