ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বনভোজন অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৫
অ- অ+
লিসবনের ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বনভোজন ও আনন্দ ভ্রমণ।

পর্তুগালের রাজধানী লিসবনের ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) লিসবন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পাহাড় আর ঢেউয়ের শহর নাজারে সিলভার ডি কোস্টা সমুদ্র সৈকত ও বাকলাও বুদ্ধ গার্ডেন অনুষ্ঠিত এ বনভোজনে লিসবনের বসবাসরত ফেনী জেলার দেড় শতাধিক প্রবাসী এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় সকাল ৯টায় লিসবন থেকে বাসযোগে নাজারের সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করা হয়। যাত্রাপথে সকালের নাস্তা এবং গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবার মাঝে বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী বনভোজনে নাজারের সমুদ্রে স্নান, পুরুষদের জন্য বিচ ফুটবল এবং বেলুন রক্ষা, মহিলাদের বালিশ ও বেলুন রক্ষা খেলার আয়োজন করা হয়।

বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেনী অ্যাসোসিয়শনের সভাপতি তৌহিদুল ইসলাম রানা, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন রুবেল, সহসভাপতি আরিফুল হক আরিফ, জাফর আহমেদ, লায়ন ইকবাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ পাটোয়ারী, রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কিরন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ভূএাঁ, কোষাধ্যক্ষ মো ইউনুস নাহিদ, মোহিদুল সোহেল, ইমরান হোসেন মজুমদার, এনামুল হক সংগঠনের উপদেষ্টা মো. আলম প্রমুখ।

বনভোজন শেষে ছিল আকর্ষণীয় রেফেল ড্র, বালিশ এবং বেলুন রক্ষা খেলায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই সময়ে ফেনী জেলা অ্যাসোসিয়শনের সভাপতি তৌহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, প্রবাসে ফেনী জেলার সকলের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। প্রবাসীর কর্মব্যস্ততার মাঝে বনভোজনের অংশ নেওয়া সকল প্রবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা