নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে পাকিস্তান: নাসের হোসাইন

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের এবারের আসরটি অনুষ্ঠিত হবে ভারতে। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে পাকিস্তান দল ভালো কিছু করবে বলে আশা অনেকের।
অনেকেই বলছে, পাকিস্তান এবার সেমিফাইনালে খেলবে। অনেকে তো পাকিস্তানকে ফাইনালেও দেখছেন। তবে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন, পাকিস্তান এবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে!
রাজনৈতিক কারণে ভারত কিংবা পাকিস্তান একে অপরের দেশে কোনো সিরিজ খেলতে যায় না। তাইতো শুধুমাত্র বিশ্বকাপ খেলতে দীর্ঘ ৮ বছর পর ভারতের মাটিতে পা দিয়েছে বাবর আজমের দল। কন্ডিশনটা কিছুটা পরিচিত হলেও, ভারতের মাটিতে খেলতে অভ্যস্ত নয় পাকিস্তান।
২০১৬ সালের পর এবারের পাকিস্তান দলে যারা আছেন, তারা সকলেই প্রথমবার খেলছে এখানে। সঙ্গে এশিয়া কাপের বাজে ফর্ম তো রয়েছেন। আর আনপ্রেডিক্টেবল দল বলেই হয়তো সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন মনে করছেন, নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান।
পাকিস্তান দল হিসেবে ঠিক কতটা অননুমেয়, তা বোঝাতে গিয়ে একটি ইউটিউব চ্যানেলে নাসের হুসেইন বলেন, ‘পাকিস্তান এই টুর্নামেন্টে ভালো দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে করে দেখুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল।’
তবে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল দল সেটাও মনে করিয়ে দিলেন হুসেইন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল পাকিস্তান। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলেছিল তারা। ফলে এই পাকিস্তানকে কোনোভাবেই যে ফেলে দেয়া যায় না তাই বলেছেন নাসের হুসেইন।
খ্যাতিমান এই ইংলিশ ধারাভাষ্যকার বলেন, ‘তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে।’
পাকিস্তানের বিশ্বকাপ দলে নাসিম শাহ বাদে বর্তমানে ফর্মে থাকা সকলেই রয়েছেন স্কোয়াডে। সকলের নজর থাকবে বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রাউফের দিকে। বিশ্বকাপে পাকিস্তান তাদের মিশন শুরু করবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে।
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এনবিডব্লিউ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

টাইমস ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

মেসির জন্যই পদত্যাগ করতে চান স্কালোনি!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

বেতন বাড়িয়ে ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

পিএসএলে সাড়ে ৪ কোটিতে দল পাল্টালেন নাসিম শাহ

তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বৃষ্টিতে বিলম্বিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ
