অপমানিত বোধ করছেন ইসরায়েলিরা

ইসরায়েলের শহরে শহরে লড়ছেন হামাস যোদ্ধারা, নিহত পাঁচ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৪:৪২ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৩, ১৪:৩৩

ইসরায়েলি বাহিনীর নিপীড়নের জবাব দিতে কয়েক দশকের মধ্যে দেশটির ভেতরে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকমী সংগঠন হামাস। ইসরায়েলের শহরে শহরে যুদ্ধে লিপ্ত রয়েছেন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় এ পর্যন্ত সেনাসদস্যসহ দখলদার তিন শ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। দুই পক্ষে নিহতের সংখ্যা পাঁচ শতাধিক। খবর আল-জাজিরা।

রবিবার হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের যোদ্ধারা এখনও ইসরায়েলের শহরে শহরে ‘ভয়াবহ’ যুদ্ধে লিপ্ত রয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে অফাকিম, সেডেরট, ইয়াদ মোর্দেচাই, কেফার আজ্জা, বেইরি এবং কিসুফিম।

বাহিনীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে বলেছে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস "ভীষণ সংঘর্ষে" নিয়োজিত রয়েছে।

এদিকে ইসরায়েলিবিরোধী এই হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের শতাধিক যোদ্ধা প্রাণ দিয়েছেন। আটক হয়েছেন বেশ কজন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ দাবি করেছেন।

সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, যুদ্ধে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন বন্দি হয়েছে।

হাগারি তেল আবিবে উপস্থিত সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের নির্মূলে সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে বড় আকারের আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা হামাস নেতাদের লক্ষ্যবস্তু করছি।

ইসরায়েলি সেনাবাহিনী তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করি।

দশকের পর দশক ধরে নিপীড়নের জবাব দিতে শনিবার ভোরে ইসরায়েলের ভেতরে পাঁচ হাজারের বেশি রকেট হামলা ও স্থল অভিযান শুরু করে হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ব্রিগেড কমান্ডারসহ কয়েক ডজন সদস্য রয়েছেন। এছাড়াও অনেক ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্যকে যুদ্ধবন্দি করেছে হামাস।

ইসরায়েলিরা অপমানিত বোধ করছে: হারেৎজ সাংবাদিক

ইসরায়েলি দৈনিক হারেৎজের সাংবাদিক গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন, হামাসের হামলায় ইসরায়েলিরা অপমানিত বোধ করছে। তারা এই হামলা এখনও হজম করতে পারেনি। কী ঘটেছে বা কীভাবে তাদের সামরিক বাহিনীর অজান্তে এই হামলা হলো সেটি নিয়ে তারা বিস্মিত।

লেভির ভাষ্য, প্রথমত, ইসরায়েলিরা বিশ্বাস করে তাদের কাছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তি রয়েছে। এটাই একটা বড় ধরনের অজ্ঞতা যে, যতটা বলা হয় বাস্তবে তা ততটা নয়। হামাস সেটা প্রমাণ করেছে। দ্বিতীয়ত, সরকার পশ্চিম তীরে সৈন্য প্রসারিত করে এবং দক্ষিণ ফ্রন্ট পরিত্যক্ত অবস্থায় ফেলে। তাই অহংকার এবং অগ্রাধিকারের পরিবর্তনের সংমিশ্রণ আমাদের এই অভূতপূর্ব পরিস্থিতিতে নিয়ে এসেছে।

‘ইসরায়েলিদের এই ধাক্কা এবং আঘাত হজম করতে কয়েক বছর সময় লাগবে। তবে এটি অবশ্যই পরিবর্তনের দিকে নিয়ে যাবে, যেখানে ইসরায়েলিরা বুঝতে পারবে যে তারা এখন পর্যন্ত অধিকৃত অঞ্চল এবং গাজায় ফিলিস্তিনিদের কীভাবে নির্যাতিত হয়ে আসছে। আমাদের বুঝতে হবে যে তারাও (ফিলিস্তিনিরা) মানুষ এবং তারা সামরিক সক্ষমতাও দেখাতে পারে’— লেভি যোগ করেন।

হামাসের গোয়েন্দা প্রধানের বাড়িতে হামলা

ইসরায়েল বলেছে যে তারা হামাসের গোয়েন্দা প্রধানের বাড়িতে বিমান হামলা করেছে। গাজা উপত্যকায় হামাসের গোয়েন্দা প্রধানের বাড়ি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, গ্রুপটি একটি সামরিক অবকাঠামো হিসাবে বাড়িটি ব্যবহার করেছিল।

আল জাজিরার সাংবাদিক ইউমনা এলসাইদ রবিবার সকালে জানিয়েছেন, আজ আবারও গাজায় ইসরায়েলের আক্রমণ তীব্র হয়েছে এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সকাল নয়টায় ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হামাস নেতাদের বাসভবন এবং অফিসও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সর্বশেষ গাজায় মৃতের সংখ্যা ২৫৬ তে দাঁড়িয়েছে। তবে গাজার স্থানীয়রা আরও মৃত্যুর খবর জানাচ্ছেন।

দুই ডজন ইসরায়েলি সেনা নিহত

হামাসের হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের ওয়েবসাইটে সৈন্যদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

ইসরায়েল সম্ভবত গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ভারী বৃষ্টিপাতে আফগানিস্তানে আকস্মিক বন্যা, নিহত অন্তত ৬০

বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে: মাহমুদ আব্বাস

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :