১৫০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথম এক সঙ্গে ১৫০টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে এসব সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
১৫০টি সেতু ছাড়াও ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর বাইরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করবেন শেখ হাসিনা।
একই সঙ্গে ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেন সরকারপ্রধান।
উদ্বোধন শেষে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সড়ক ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/জেএ/এফএ)

মন্তব্য করুন