শেরপুরে পাসপোর্ট অফিস উদ্বোধন করলেন হুইপ আতিক

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৩০
অ- অ+

শেরপুর জেলা সদরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার শেরপুর পৌরসভার নবীনগরে ২৫ শতাংশ জমির ওপর নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নির্মাণ প্রকল্প পরিচালক মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার মোনালিসা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক বলেন, পাসপোর্ট পাওয়ার ভোগান্তি লাঘবের জন্য প্রতিটি জেলায় একটি করে পাসপোর্ট অফিস স্থাপন করা হয়েছে। এখন বিদেশগামী শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, চিকিৎসা, পবিত্র হজ ও ভ্রমণের জন্য অল্পদিনেই জেলা অফিস থেকে পাসপোর্ট পেয়ে যাবেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

শেরপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাহজাহান বলেন, ৩য় তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে রিসিভিং কাউন্টার, পাসপোর্ট ডেলিভারি কাউন্টার, পুরুষ মহিলাদের জন্য পৃথক ওয়েটিং রুম, টয়লেট, ১০০ কেভিএ সাব-স্টেশনসহ প্রতিবন্ধীদের ওঠার জন্য রয়েছে র‍্যাম্পের ব্যবস্থা ও বিভিন্ন সেবা প্রদানের সুব্যবস্থা।

তিনি আরও বলেন, ৩ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে সরকারের নিজস্ব হতবিল থেকে এই ভবনটি নির্মাণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা