গাইবান্ধায় হোরোইনসহ মাদককারবারি আটক

গাইবান্ধা পৌর শহরের পূর্বপাড়া থেকে আশরাফুল ইসলাম নামের এক যুবককে ৪ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়েছে।
শুক্রবার স্থানীয়রা তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে জরুরী জাতীয় সেবা ৯৯৯ কল করে পুলিশের হাতে তুলে দেন।
আশরাফুল ইসলাম (বাবু) গাইবান্ধা পৌরসভার পূর্ব পাড়ার সুলতান উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার নামে মাদকের নিয়মিত মামলা করা হয়েছে। তাকে কোর্টে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন