পাওনা টাকা চাওয়ায় বসতঘরে আগুন দেয়ার অভিযোগ

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের পূর্ব কোদালিয়ায় মেম্বার চাচার কাছে পাওনা টাকা চাওয়ায় হাতাহাতি ও ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে চাচার লোকজনের বিরুদ্ধে।
জানা যায়, রাজৈর উপজেলার পূর্ব কোদালিয়ার হাবিব বেপারী ও ইউপি সদস্য গোলাম মওলা মনুর মধ্যে বিগত ২০২১ সালের ডিসেম্বরে ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হন গোলাম মওলা মনু। তখন তিনি তার ভাই হাবিব বেপারীর ইতালি প্রবাসী ছেলে সোহাগ বেপারীর কাছ থেকে নির্বাচনের খরচ বাবদ তিন কিস্তিতে মোট দুই লাখ পয়ষট্টি হাজার টাকা ধার নেন। সেই টাকা গত দুই দিন আগে চাইতে গেলে চাচা ও ভাতিজার লোকের মধ্যে মারামারি হয় । এসময় মনু মেম্বারসহ বেশকয়েকজন আহত হয়।
পরে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে হাবিব বেপারীর কলেজ পড়ুয়া ছেলে হযরত বেপারীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর মেম্বারের লোকজন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাবিব বেপারীর একটি কাচারি ঘর পুড়িয়ে দেয় ও নগদ টাকা, স্বর্ণলঙ্কার লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে ।
ভুক্তভোগী হাবিব বেপারীর পূত্রবধু মিম আক্তার বলেন, রাত একটার দিকে কয়েকজন লোক বাসায় ঢুকে ঘর লুটপাট করে ও আমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়। অপর পক্ষের নিপা ইসলাম বলেন, ওদের ঘর ওরাই পুড়িয়ে দিয়েছে, এসব মিথ্যা অভিযোগ।
রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন