মির্জাপুরে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫ বোতল বিদেশি মদসহ ইলিয়াস শিকদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা বাজারের বহুরিয়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ইলিয়াস শিকদার পৌর এলাকার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া এলাকার আব্বাস শিকদারের ছেলে।
ডিবি পুলিশ জানান, ইলিয়াস শিকদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। দুর্গাপূজা উপলক্ষে ইলিয়াস বিপুল পরিমান বিদেশি মদ মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে রাত সোয়া ১২টার দিকে দেওহাটা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশি মদসহ ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন।
টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
(ঢাকা টাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন