মির্জাপুরে রণদা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে প্রধান বিচারপতি

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এসময় আরও ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক ও ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার সন্ধ্যায় কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
পরিদর্শনকালে সেখানে অন্যদের মধ্যে ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রসশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী, কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ কুমার ভৌমিক।
অতিথিরা কুমুদিনী হাসপাতাল লাইব্রেরি ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন। পরে তাঁরা রঙিন বজরা (নৌকা) যোগে লৌজং নদী পার হয়ে মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তারা ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ আরতী নৃত্য উপভোগ করেন। এসময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিভাগের বিচারপতি মো. খাইরুল আলম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, মো. রুহুল কুদ্দুস, আকরাম হোসেন চৌধুরী এবং অতিরিক্ত ডিআইজি মারুফ হাসান রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
(ঢাকা টাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন