৮০ টাকার ফুলকপি ২০ টাকায় বিক্রি

রানীসংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৩, ১৯:৪৩
অ- অ+

বৈরী আবহাওয়ায় আগাম জাতের ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন ঠাকরগাঁওয়ের রানীসংকৈলের ফুলকপি চাষিরা। রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ায় খরচ এবার দিগুণ হয়েছে বলে জানিয়েছে চাষিরা।

এ দিকে গত দুই দিন আগে প্রতি কেজি ফুলকপি ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ২০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম কমায় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলায় সব জায়গায় আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে। বিশেষ করে ধর্মগড় ও কাশিপুর এলাকায় বেশি চাষ হয়েছে। গেল বছর ভালো দাম পাওয়ায় এ বছর অধিক পরিমাণে ফুলকপি চাষ হয়েছে বলে জানা যায়।

ফুলকপি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ঢাকা শহরে চাহিদা না থাকায় দাম কমে গেছে। গত সোমবার যে গাড়িগুলো পাঠিয়েছিলাম তাতে আমরা পুঁজি হারিয়েছি। যার ফলে এখন আগের দামে মাল কিনতে ভয় পাচ্ছি। যার ফলে দাম এখন কম।

এদিকে চাষিরা বলছেন দুই দিন আগেও আমরা ৮০ টাকা কেজিতে ফুলকপি বিক্রি করেছি। কিন্তু ব্যবসায়ীরা এখন বলছেন প্রতি কেজি ২০ টাকা। ফুলকপি চাষি আজিজ বলেন, আগাম ফুলকপির জন্য আবহাওয়া খুব খারাপ ছিল। অনেক কষ্ট করে চাষ করেছি। এ ছাড়াও অতিরিক্ত বৃষ্টি ও রোদ থাকায় আগেই অনেক গাছ নষ্ট হয়ে গেছে।

চাষিরা বলছেন, এ বছর একর প্রতি দেড় লাখ টাকা খরচ হয়েছে। এভাবে চলতে থাকলে ৫০ হাজার টাকাও দাম থাকবে না। চাষিরা সরকারের কাছে দাবি জানিয়েছে দায়িত্ববান ব্যক্তিরা যেন তাদের ন্যায্য দাম নিশ্চিত করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী ঢাকা টাইমসকে বলেন, কাঁচামালের চাহিদা কমে গেলে বাজার কমে যায়। এ অবস্থায় আমাদের করার কিছু নাই।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা