নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, মাছ ও জালসহ ৩ নৌকা জব্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৪৪
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছসহ ৩টি নৌকা জব্দ করেছেন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনারের তত্বাবধানে দুলারহাট থানা পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছসহ ৩টি নৌকা জব্দ করা করা হয়।

এরপর সকাল ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মুহিদের নির্দেশনায় উদ্ধারকৃত ৫০ কেজি ইলিশ মাছ ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে ও জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জেলেরা নৌকা থেকে পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা