রংপুরে রোমান হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

রংপুরে সংস্কৃতিকর্মী রোমান হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ (বিশেষ দায়রা জজ) আদালতের বিচারক মো. হায়দার আলী এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় আট আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি নুরুন্নবী পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রংপুর নগরীর জুম্মাপাড়া মারুয়া পট্টি এলাকার আনিছ, আশরাফুল, আতারুল, আমিনুল, আলামিন, খোকন, মোজাম্মেল ও নুরুনী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আশরাফুলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে ২০০৯ সালের ২২ জুলাই রাতে আসামিরা সংস্কৃতিকর্মী রোমানকে মোবাইল ফোনে নগরীর জুম্মাপাড়া মাড়ুয়া পট্টি এলাকায় ডেকে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পরের দিন নিহতের বাবা রোস্তম সরকার বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী দারোগা আদালতে অভিযোগপত্র দাখিলের পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।(ঢাকা টাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন