বিক্ষুব্ধ শ্রমিকদের দেয়া আগুনে যুবকের মৃত্যু

গাজীপুরে কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরতদের দেয়া আগুনে পুড়ে এবিএম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নাম ইমরান (৩০)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার ভুমবাড়িয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেডের কারখানায় আগুন দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/ইএচ)

মন্তব্য করুন